উদ্যোক্তাদের ক্ষমতায়ন: ব্যবসায়িক সাফল্যের জন্য সাইবার নিরাপত্তা অপরিহার্য

Learn
Share

By Women In Digital
Last Modified : December 12, 2023 - 5:19 am

উদ্যোক্তাদের ক্ষমতায়ন: ব্যবসায়িক সাফল্যের জন্য সাইবার নিরাপত্তা অপরিহার্য

উদ্যোক্তাদের ক্ষমতায়ন: ব্যবসায়িক[..]-image

Overivew

Apply Now

আমাদের নারীরা ডিজিটাল মাধ্যমে যখনই কোন সমস্যার সম্মুখীন হন ঠিক তখনই তারা উইমেনের ডিজিটাল কাছে চলে আসে।  বেশ কিছুদিন ধরে একটা কমপ্লেন আমাদের কাছে আসছিল যারা ইনার  প্রোডাক্ট সেল করে তাদের কাছে অনেক Spam মেসেজ আসে। 
উদ্যোক্তারা এরকম হাজার হাজার সমস্যার সম্মুখীন হয় অনলাইনে  তারই প্রতিকার নিয়ে উইমেন ইন ডিজিটালের এবারের আয়োজন "Empowering Entrepreneurs: Cybersecurity Essentials for Business Success- উদ্যোক্তাদের ক্ষমতায়ন: ব্যবসায়িক সাফল্যের জন্য সাইবার নিরাপত্তা অপরিহার্য"
উইমেন ইন ডিজিটালের আয়োজন "Empowering Entrepreneurs: Cybersecurity Essentials for Business Success- উদ্যোক্তাদের ক্ষমতায়ন: ব্যবসায়িক সাফল্যের জন্য সাইবার নিরাপত্তা অপরিহার্য" অনলাইন সেশন অনুষ্ঠিত হয়। সময় ২৯ শে জুলাই ২০২৩ রাত আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত। উক্ত সেশনে উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা ও পরিচালক Achia Nila এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, সাইদ নাসিরুল্লাহ অভি সাইবার নিরাপক্তা ও ব্যবসায়িক প্রয়োজনে সাইবার সচেতনতা সম্পর্কে আলোচনা করেন।

Recent Events