WID Freelancing Workshop with Sumon Saha

Learn
Share

By Women In Digital
Last Modified : January 25, 2022 - 9:14 am

WID Freelancing Workshop with Sumon Saha

WID Freelancing Workshop[..]-image

Overivew

Apply Now

আপনি কি কখনও কঠিন কর্পোরেট জীবন থেকে কীভাবে বেরিয়ে আসা যায় তা ভাবেছেন? কেমন হতো যদি,আমরা যখন খুশি তখন অর্থ উপার্জন করতে স্বাধীন থাকতাম? বিষয়টি ভেবে দেখার কিন্তু এখনই সময়!
প্রচলিত কর্ম-জীবনের বাইরে গিয়ে অন্যরকম কিছু ভাবা অনেকের কাছেই একটু ভয় পাবার মত মনে হতে পারে, সেই কাজটিতে যতই নতুন সম্ভাবনা এবং স্বাধীনতা থাকুক না কেন। কিন্তু আমরা যদি ফ্রিল্যান্সিং নিয়ে যত ভুল ধারণা আছে সব কাটিয়ে উঠতে পারতাম তাহলে এভাবেই আমরা আমাদের ইচ্ছেমতো কাজ করার সুযোগ পেতাম এবং আমাদের জীবন হয়ে উঠতো আরও সহজ।
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের কর্মসংস্থান তৈরির সুবিধা, বিভিন্ন প্রজেক্টে কাজ করার এবং প্রতিবার নতুন কিছু শেখার সুযোগ আপনি পাবেন। ফ্রিল্যান্সিং মানুষকে যেমন আর্থিক দিক দিয়ে সাবলম্বী করে ঠিক তেমনি নিজের সুবিধামতো সময়ে কাজ করার সুযোগ দেয় এবং সেই সাথে দেয় অনেক বেশি সন্তুষ্টি। ফ্রিল্যান্সিং-এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি যেকোনো জায়গা থেকে, যেকোনো সময় নিজের সুবিধামতো করা সম্ভব। কিন্তু কীভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং?
এই সব বিষয় মাথায় রেখেই ফ্রিল্যান্সিং এর খুঁটিনাটি শেখাতে আমরা শুধুমাত্র ওমেন ইন ডিজিট-এর স্টুডেন্টদের জন্য আয়োজন করছি "𝐖𝐈𝐃 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 𝐰𝐢𝐭𝐡 𝐒𝐮𝐦𝐨𝐧 𝐒𝐚𝐡𝐚" ওয়ার্কশপ। ওয়ার্কশপটিতে থাকছে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ের সম্পূর্ণ গাইডলাইন। স্কিল বিল্ডিং থেকে শুরু করে ফাইবার এবং আপওয়ার্ক এর মতো কিছু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস-এ কীভাবে নিজেকে প্রমোট করবেন, এই সবকিছুর গাইডলাইন-ই পেয়ে যাবেন ওয়ার্কশপটিতে।
একজন ফ্রিল্যান্সার হিসেবে যাত্রা শুরু করতে আজই এনরোল করুন ওয়ার্কশপটিতে।

ওয়ার্কশপটি কাদের জন্য?
• যারা পড়াশোনার পাশাপাশি তাদের হাত খরচ চালানোর জন্য উপার্জন করতে চায়।
• যারা আর্থিক দিক দিয়ে পরনির্ভরশীলতা দূর করতে ঘরে বসে আয় করতে চায়।
• একজন সার্ভিস হোল্ডার যিনি তার কাজের পরে অবশিষ্ট সময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে চায়।
• যারা খুব কম খরচেই ফ্রিল্যান্সিং শিখতে চায়।
• যারা ফ্রিল্যান্সিং-এর বেসিক বিষয়গুলি, কীভাবে প্রোফাইল এবং পোর্টফোলিও তৈরি করতে হয় এবং কীভাবে ফ্রিল্যান্সার হিসেবে আয় শুরু করা যায় তা শিখতে চায়।

ওয়ার্কশপটি থেকে আপনি কী কী শিখবেন?
• ফ্রিল্যান্সার হিসেবে কীভাবে ক্যারিয়ার শুরু করবেন।
• কীভাবে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য প্র্যাকটিস করা প্রয়োজন।
• ফ্রিল্যান্সিং এর বেসিকস।
• কীভাবে ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভার্টাইসমেন্ট করতে হয়।
• কীভাবে একটি ফ্রিল্যান্সার পোর্টফোলিও তৈরি করতে হয়।
• ক্লায়েন্ট কে হ্যান্ডেল করা এবং মার্কেটপ্লেসে গ্রাহকদের সাথে ডিল করার উপায়।

ওয়ার্কশপটি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং একদম বিগিনারদের জন্য খুবই উপকারী।

Recent Events