নারীদের ডিজিটাল বিশ্বের সঙ্গে সম্পৃক্ত করে তাদের মনোবল ও কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করছে ‘ওমেন ইন ডিজিটাল’। রাজধানীর বাইরের নারীদের নিয়ে কাজ করছে আইটি প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযুক্তি বিশেষজ্ঞ আছিয়া নীলা।
নীলা বলেন, ২৩ এপ্রিল বিশ্বজুড়ে ‘গার্লস ইন আইসিটি ডে’ পালন করা হয়। যারা আইসিটি বিষয়ে কাজ করেন, তাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ।
প্রতিবছর বাংলাদেশ থেকেও আমরা উদযাপন করে থাকি বিশেষ এই দিনটি। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে প্রথম কোনো আয়োজন না করার সিদ্ধান্ত নিই। এরপর আইটিইউ থেকে একটি ই-মেইলের মাধ্যমে জানানো হয়- এবারের থিম হবে ‘ভার্চুয়ালি টুগেদার’।
বাংলাদেশের নারীরাও পালন করছেন ‘গার্লস ইন আইসিটি ডে’
নীলা বলেন, বলে রাখি, গার্লস ইন আইসিটি ডে উদযাপনের জন্য আইটিইউ এনলিস্টেড দু’টি অর্গানাইজেশন আছে বাংলাদেশে। তার মধ্যে একটি ওমেন ইন ডিজিটাল। তাছাড়া আমি যেহেতু ‘আইটিইউ ইন্টারন্যাশনাল আইটি এক্সপাট’ তাই অনুষ্ঠানটি আমাদেরই| আইটিইউ’র নির্দেশে প্রথমে একটু চিন্তায় পড়ে যাই- কীভাবে সামলাবো এই অনলাইন ইভেন্ট| তারপর তারা সিদ্ধান্ত নেন, এই আয়োজন টানা ১০দিন চলবে| এই ১০দিনে উইমেন ইন ডিজিটাল সংযোগ করেছে ১২ জন ইন্টারন্যাশনাল স্পিকারকে বাংলাদেশের অডিয়েন্সের সামনে ভার্চুয়ালি|
স্পিকাররা সব মজার মজার বিষয় নিয়ে আলোচনা করছেন এখানে, থাকছে মেন্টাল হেলথ সেশন, বিসনেস ব্র্যান্ডিং, সিম্পল ইমোশনাল হাইজিন টুলস ফর এভরিডে লাইফ,বিসনেস ব্র্যান্ডিং, সিম্পল ইমোশনাল হাইজিন টুলস ফর এভরিডে লাইফ,স্টিম লার্নিং: ডিজিটাল আর্ট, স্টিম লার্নিং: আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সি, স্টিম লার্নিং: আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সি ,হাউ ক্যান ওয়ার্কিং ও ওয়ারসেল্ফ হেল্প ইওর বিসনেস ডুরিং টাইমস অফ ক্রাইসিস আরও অনেক বিষয়ের ওপর| বক্তারা ঠেকছেন, আমেরিকা, অস্টেলিয়া, জার্মান, ইউনাইটেড কিংডম, পিলিফাইং, লন্ডন, ইন্ডিয়া ও পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশ থেকে|
আছিয়া উইমেন ইন ডিজিটাল গত সাত বছর ধরে মেয়েদের টেকনোলজিতে কাজ করার জন্য উৎসাহিত করে যাচ্ছে এবং মেয়েদের সফলতার গল্পগুলো তুলে ধরছে সবার সামনে|
সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত এই সামাজিক উদ্যোগ দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে দেশের আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে এবং অবদান রাখছেন আমাদের অর্থনীতিতে। কোভিড ১৯-র সময় তাদের কর্মীরা এখন হোম অফিসের মাধ্যমে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের মার্কেটে|
ইরিন জাহান, রাজশাহীতে বসে প্রজেক্টগুলো দেখেন, তার টিম ছড়িয়ে রয়েছে পুরো দেশে| মৌমিতা অ্যান্ড্রোয়েড ডেভেলপার ক্লায়েন্টের কাজ করছেন দিনাজপুরে বসে| ইকবাল, তুলি, ফারজানা, সাবিহা, প্রিয়া এবং অন্যান্য কর্মীরা কাজ করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে|
সেলিব্রেটিং গার্ল’স ইন ইস্ট ডে প্রোগ্রাম তারা শুরু করেছে বুধবার ( ২২ এপ্রিল) থেকে। চলবে ২ মে পর্যন্ত| যে কোনো নারী-পুরুষ এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারবেন উইমেন ইন ডিজিটালের ফেইসবুক গ্রুপ থেকে- জানালেন আছিয়া নীলা|
সামাজিক দূরত্ব বজায় রেখে, ভার্চুয়ালি পুরো বিশ্বের সঙ্গে সংযুক্ত থেকে বাংলাদেশের নারীরাও পালন করছেন ‘গার্লস ইন আইসিটি ডে ’|
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এসআইএস